মনে পড়ে
সন্তোষ মল্লিক বিডি.টুনসম্যাগ.কম ছবি: সংগৃহীত গ্রীষ্মের অলস দুপুর আষাঢ়ের অবিরাম বৃষ্টি শরৎতের নীল আকাশ, অগ্রয়াণের কৃষকের ধান...
https://bd.toonsmag.com/2014/07/blog-post_24.html
সন্তোষ মল্লিক
বিডি.টুনসম্যাগ.কম
গ্রীষ্মের অলস দুপুর
আষাঢ়ের অবিরাম বৃষ্টি
শরৎতের নীল আকাশ,
অগ্রয়াণের কৃষকের ধান কাটা
শীতের রোদমাখা সকাল।
বসন্তের কুকিলের কুহূকহূ ডাক
আরো মনে পড়ে,
বাঙলা মায়ের মুখ
প্রিয়তমার সান্মিদ্দে থাকা,
হাসিমাখা চাঁদনী রাত।
আরো মনে পড়ে,
ধুলাবালির ঢাকা,
প্রিয় শহর, ঢাকায় তীব্র যানযটে
আটকে থাকা,
বাদুরঝুলা বাস।
টরন্টো, কানাডা থেকে
বিডি.টুনসম্যাগ.কম
ছবি: সংগৃহীত |
গ্রীষ্মের অলস দুপুর
আষাঢ়ের অবিরাম বৃষ্টি
শরৎতের নীল আকাশ,
অগ্রয়াণের কৃষকের ধান কাটা
শীতের রোদমাখা সকাল।
বসন্তের কুকিলের কুহূকহূ ডাক
আরো মনে পড়ে,
বাঙলা মায়ের মুখ
প্রিয়তমার সান্মিদ্দে থাকা,
হাসিমাখা চাঁদনী রাত।
আরো মনে পড়ে,
ধুলাবালির ঢাকা,
প্রিয় শহর, ঢাকায় তীব্র যানযটে
আটকে থাকা,
বাদুরঝুলা বাস।
টরন্টো, কানাডা থেকে