অতি-আধুনিক একুশ

শায়মা জাহান তিথি বিডি.টুনসম্যাগ.কম কার্টুন: কাওসার মাহমুদ শোন শোন শোন গাইজ- দারুণ একটা নিউজ, শুনলে তুমি অবাক হবে, টাশকি খাবে হিউ...

শায়মা জাহান তিথি
বিডি.টুনসম্যাগ.কম
কার্টুন: কাওসার মাহমুদ

শোন শোন শোন গাইজ-
দারুণ একটা নিউজ, শুনলে তুমি অবাক হবে, টাশকি খাবে হিউজ। আজকে নাকি শহীদ দিবস ফেব্রুয়ারির একুশ, কীভাবে যে করব পালন শুনেই হবে বেহুঁশ। সকাল সকাল করব এ্যাটেন্ড প্রভাতফেরীর মিছিলে, ফেইসবুকেতে চেকইন দিব দেখবে যে তা সকলে। একটুখানি ওয়েস্ট করে ভ্যালুয়েবল টাইম, টাইমলাইনে শেয়ার দিব একুশ নিয়ে রাইম। পোস্ট করব সেলফি তুলে শহীদ মিনারটায়; রাইট সাইডে থাকবে যে মম, ড্যাড থাকবে বায়। হাজার খানেক লাইক পাব, দশ-বারোটা শেয়ার; দেখুক মানুষ দেশের জন্য আমার কতো পেয়ার! লিসেন ড্যুড, লিসেন টু মি বলা বড়ই ইজি, আজকে রাতটা থাকবরে ব্রো ভীষণ রকম বিজি। হেল্প মি ব্রো, ইফ ইউ নো, কী ছিল এই দিনে? ক্যামনে যে যাই শহীদমিনার- এইটে জানা বিনে? বদের হাড্ডি সাংবাদিকরা সামনে পড়ে গেলে, এক-নাগাড়ে ফেলব বলে হাসা-খেলার ছলে। অফ দ্যা রেকর্ড, একটা কথা বলি কানে কানে, লিসেন ডিয়ার, ট্রাই টু হিয়ার, কেউ যেন না জানে। আমার বাডিজ আগ্রহ নেই এসব বিষয় জেনে, কী লাভ বলো পুরোন জিনিস- নতুন করে টেনে? তারচে' বরং ফেসটিভালটা এঞ্জয় করি খিচে, ইতিহাসটা থাক না পড়ে- আস্তাকুড়ের নিচে।

এই বিভাগে আরো আছে

ছড়া 1312094953135693941

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item