আহা রে ফেসবুক!
ঈপ্সিতা চৌধুরী বিডি.টুনসম্যাগ.কম সকালে উঠিয়া আমি ফেসবুকে ঢুকি সারাদিন আমি যেন শুধু তোমাকে দেখি! স্যাটাস লিখি আমি ডজনে ডজনে ...
https://bd.toonsmag.com/2016/02/181134.html
ঈপ্সিতা চৌধুরী
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
সকালে উঠিয়া আমি ফেসবুকে ঢুকি
সারাদিন আমি যেন শুধু তোমাকে দেখি!
স্যাটাস লিখি আমি ডজনে ডজনে
লাইক যেন সবাই মারে চাই মনে মনে।
ফ্রেন্ডলিস্ট যত বাড়ে তত আমি খুশি
বিটলামি করতে পারবো তত আমি বেশি।
হাবলু মার্কা সকলের সাথে
করি প্রেম প্রেম খেলা,
প্রতারণা করিতে আমি নাহি করি হেলা!
সুখী হই যখন দেখি তুমি আছো চ্যাটে
ফুসলা-ফুসলিতে আমার সময় তখন কাটে!
সাবধানে তাল মিলিয়ে সবার সাথে থাকি
এরপর ধরা খাইলে লজ্জায় মুখ আমি ঢাকি!