ইশ যদি জুলাই যোদ্ধা হতে পারতাম!

বিডি.টুনসম্যাগ.কম রফিকুল ইসলাম সাগর  ৭১ এর যুদ্ধ দেখিনি কিন্তু যুদ্ধের পর অনেকে যুদ্ধে অংশগ্রহণ না করেই কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকে...

বিডি.টুনসম্যাগ.কম


রফিকুল ইসলাম সাগর 
৭১ এর যুদ্ধ দেখিনি কিন্তু যুদ্ধের পর অনেকে যুদ্ধে অংশগ্রহণ না করেই কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়েছেন তার একটি জলজ্যান্ত উদাহরণ জুলাই যুদ্ধের পর দেখলাম। 
একজনকে চিনি যিনি কিনা ওয়ার্ড শ্রমিকলীগের পদপ্রাপ্ত নেতা ছিলেন। জুলাইয়ে অন্যান্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ন্যায় তিনিও মাঠে ছিলেন। ঢাকার মহাখালীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার উত্তাল পরিস্থিতির সময় ছাত্রজনতার ভিড়ে মিশে গিয়েছিলেন। এসময় পুলিশের ছোড়া গুলিতে দুর্ঘটনা বসত তিনিও আহত হন। রক্ত ঝরছিল। সাথের লোকজন তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসার সুবাদে একটি চিকিৎসাপত্র পান। শেখ হাসিনা পালানোর আগে জুলাইয়ের ঘটনায় আহত অনেকে সে সময় চিকিৎসাপত্র রাখতেও ভয় পেয়েছেন। কেউ যেন জানতে না পারে আন্দোলনে আহত হয়েছেন সে কৌশলে চলেছেন। কিন্ত যার কথা বলছি তিনি তো আওয়ামীলীগের লোক তাই ভয় করেননি। বরং আরো ভাব বেড়েছিল তার এই ভেবে যে, -তিনি হাইকমান্ডের নির্দেশনায় দায়িত্ব কঠিনভাবে পালন করতে গিয়ে ছাত্রদের হামলার শিকার হয়েছেন। তিনি এবার দ্রুত বড় নেতাদের নজড়ে পড়ে পুরস্কৃত হবেন। চিকিৎসার জন্য দলনেত্রী মোটা অংকের চেক দিবেন। কিন্তু হঠাৎ-ই তার গরম ভাতে পানি পড়ল।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর পল্টি মেরে তার কাহিনী-সংলাপ বদলে যায়। লুকিয়ে থাকাও কঠিন হওয়ার দশা! সেই মূহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর জুলাই যোদ্ধাদের তালিকা করার জন্য সিভিলসার্জন অফিসে চিকিৎসাপত্র নিয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য ঘোষণা আসে। আর ভাগ্য খুলে যায় ঐ শ্রমিকলীগ নেতার, দেরি না করে সুকৌশলে গোপনে গোপনে দৌড়ঝাঁপ করার পর তার নাম অন্তর্ভুক্ত করে জুলাই যোদ্ধার সার্টিফিকেট পেয়ে পরেই শান্তির ঢোকর গিলেন। আবার সরকার থেকে জুলাই যোদ্ধা হিসেবে চিকিৎসাকার্ড হাতে পাওয়ার পর সেটি ফেসবুকে শেয়ার করেছেন দেখেছিলাম। কিছু দিন পরে আবার দেখলাম জুলাই যোদ্ধা হিসেবে সরকার থেকে এককালীন ভাতা হিসেবে তার বিকাশে এক লক্ষ টাকা পাঠিয়েছে। যার স্ক্রিনশট তিনি ফেসবুকে শেয়ার করে লিখেছেন আলহামদুলিল্লাহ!

এসব দেখে আফসোস করি ইশ...!!! জুলাইয়ে আমিও তো রাস্তায় হাওয়া খেয়ে বেরিয়েছি কিন্তু কেন পুলিশের একটা গুলি খাইলাম না!? পরিবার থেকেও চাপ দেয় কেন জুলাই যোদ্ধা হতে পারলাম না। তখন অবশ্য ঘর থেকে না বেরোনোর জন্য চাপে রাখছিল।

বি.দ্র; দয়া করে কেউ আবার সেই বীর জুলাই যোদ্ধার নাম পরিচয় জানতে চাইবেন না। লোকটা যে আওয়ামীলীগের সংগঠনের নেতা হয়েও এতবড় সুযোগ পেয়েছে পালিয়ে না বেড়ানোর ভাগ্য বলতে হয়। এই লেখা পড়ে তার অবশ্য ঘাম ঝড়ানো শুরু হতে পারে। তাকে শনাক্ত করে কেউ সব প্রমাণ করে সার্টিফিকেট বাতিল করে দেয় যদি সেই চিন্তায়। তবে ভয় নাই কেউ জিজ্ঞেস করে বেশি জোরাজুরি করলে বলে দিব গল্পটা কাল্পনিক!

এই বিভাগে আরো আছে

অনুগল্প 2649962540631251900

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- bangla@toonsmag.com এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item