পীর বাবা রহমান শাহ
বিডি.টুনসম্যাগ.কম আসিফ আল মাহমুদ ছল করে পালাতে গিয়ে শেষে পড়লো ধরা, ভোল পাল্টে হয় নি লাভ হাতে উঠল হাতকড়া। শেয়ার মার্কেট জোচ্চুরিতে প...
https://bd.toonsmag.com/2024/10/1006.html
বিডি.টুনসম্যাগ.কম
আসিফ আল মাহমুদ
ছল করে পালাতে গিয়ে
শেষে পড়লো ধরা,
ভোল পাল্টে হয় নি লাভ
হাতে উঠল হাতকড়া।
শেয়ার মার্কেট জোচ্চুরিতে
পিওর রোল মডেল,
খাতা কেটে বসালে নম্বর
শিওর গোল্ড মেডেল!
কাগজে-কলমেই অবৈতনিক
ছোটেন কড়ির পিছে,
ভাবখানা সে 'দরবেশ বাবা'
ষোল আনাই মিছে!
হটাৎ করে কাদের ঠ্যালায়
ছিটকে গেল গদি,
ওঁরা কারা বলো তো মোরে
কেহ জানো যদি?
আর কেউ নয় গো ওঁরা
ডাকি 'জেন জি'
হ্যাঁচকা টানে পাঞ্জাবিটা
খুলে পড়ায় গেঞ্জি!
চট্টগ্রাম থেকে