GoGEE8 স্কুলবাড়ি আয়োজিত ছবি আঁকো প্রতিযোগিতার ফল প্রকাশ
বিডি.টুনসম্যাগ.কম রাজধানীর গুলশানের GoGEE8 স্কুলবাড়ি আয়োজিত "মহান স্বাধীনতা দিবস" উপলক্ষে ছবি আঁকো প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা...
https://bd.toonsmag.com/2023/06/1501.html
বিডি.টুনসম্যাগ.কম
রাজধানীর গুলশানের GoGEE8 স্কুলবাড়ি আয়োজিত "মহান স্বাধীনতা দিবস" উপলক্ষে ছবি আঁকো প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) প্রতিষ্ঠানটি এ ফলাফল প্রকাশ করে।
অনলাইনে সারাদেশ থেকে প্রতিযোগীদের কাছ থেকে (ক-খ) দু'টি বিভাগে আঁকা আহ্বান করা হয়।
'ক' বিভাগ ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
'খ' বিভাগ ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
দু'টি বিভাগে মোট ৪টি (প্রথম-দ্বিতীয়) ছবি বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। বিজয়ীদের আঁকা ছবি গুলোঃ
ক-বিভাগ
প্রথম পুরস্কার বিজয়ী
নাম: সাদিয়া জাহান, শ্রেণি: ৪র্থ
বিদ্যালয়: রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দ্বিতীয় পুরস্কার বিজয়ী
নাম: তাসফিয়া মহিব, শ্রেণি: ৩য়
বিদ্যালয়: ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।
খ-বিভাগ