বড় মিয়া
বিডি.টুনসম্যাগ.কম শফিকুর রহমান আদর বড় বাড়ির বড় মিয়া থাকেন তিনি শহরে, কোরবানিতে গাঁয়ে ফেরেন ছুটে গাড়ির বহরে। বড় হাটের...
https://bd.toonsmag.com/2016/09/101216.html
বিডি.টুনসম্যাগ.কম
শফিকুর রহমান আদর
বড় বাড়ির বড় মিয়া
থাকেন তিনি শহরে,
কোরবানিতে গাঁয়ে ফেরেন
ছুটে গাড়ির বহরে।
বড় হাটের বড় গরু
কেনেন বড় টাকায়,
তাই না দেখে পাড়ার লোকে
নানান কথা পাকায়।
“ঘুষ খেয়ে তার ব্যাংক ভরেছে”
বলে বেড়ায় লোকে,
এমন পাজি, দুর্নীতিবাজ
ধরছে না দুদকে।
ঘুষের টাকায় গরু কিনে
করে দিলে যবেহ্
এমন ধারা কোরবানী করে
কবুল হয়েছে কবে?