ছুটির ঘন্টা
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম ঘন্টা বাজে, মনটা নাচে এইতো হল ছুটি, ছুটির ফলে, খুশির তালে মন যে লুটোপুটি। খেলা হবে, হাসি হ...
https://bd.toonsmag.com/2016/06/3407.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
ঘন্টা বাজে, মনটা নাচে
এইতো হল ছুটি,
ছুটির ফলে, খুশির তালে
মন যে লুটোপুটি।
খেলা হবে, হাসি হবে
আসবে সবে মাঠে,
ঝাপা ঝাপি লাফা লাফি
হবে পুকুর ঘাটে।
সর্দি কাশি, হরেক রোগ
দৌড়ে পিছু পালায়,
ক্লান্তি এবার বন্দি খাচায়
মোদের খেলার ব্যস্ততায়।
নিড় ফেরা পাখির সাথে
তাল মিলিয়ে চলি,
সন্ধ্যা হলে ওদের সাথে
ধরি বাড়ির গলি।