৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দুই দেশের তিনটি স্থানে আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী

গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আয়োজিত একই সাথে দুই টি দেশের তিনটি স্থানে উদ্বোধন হলো ' নারী অধিকার শীর্ষক'' আন্তর...

গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আয়োজিত একই সাথে দুই টি দেশের তিনটি স্থানে উদ্বোধন হলো ' নারী অধিকার শীর্ষক'' আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার প্রদর্শনী। 
বিশ্বব্যাপী নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা এবং নারী অধিকার বাস্তবায়নে সবাইকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
নরওয়ে প্রবাসী বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান টুনস ম্যাগের প্রতিষ্ঠাতা ও প্রকাশক।
তিনি এই আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজক।

কার্টুন বাস্তবতার প্রতিচ্ছবি
এই বছর নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সকল নারীর অধিকারের প্রতি সমর্থন জানানোর সাথে সাথে বিশ্বের কাছে নারী অধিকারের এবং বিভিন্ন দেশের এবং সমাজের নারীর অবস্থানের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।  
আরব ও মধ্যপ্রাচ্য-এর কার্টুনে উঠে এসেছে শিশু বিবাহ, নারী নির্যাতন, পুরুষের বহুবিবাহ, নারী পুরুষের বৈষম্য এবং ধর্মীয় কুসংস্কার। দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী পাচারও পতিতা বৃত্তির বিষয় গুলি। দক্ষিণ এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী পুরুষের বৈষম্য। ইউরোপ বা অ্যামেরিকার কার্টুনে উঠে এসেছে সমাজে বিভিন্ন স্তরে নারী পুরুষের বৈষম্য এবং নারীঅধিকার এর বিষয় গুলি কৌতুক বা বিদ্রূপ আঁকারে।

প্রতিযোগিতা
প্রতিযোগিতায় ৭৯ টি দেশ থেকে ৫৬৭ জন কার্টুনিস্ট অংশ গ্রহণ করেছিলেন। কার্টুন জমা পরেছিল ১৬২৫ টি। প্রতিযোগিতায় মনোনীত ৪০০ কার্টুন-এর মধ্য থেকে আন্তর্জাতিক বিচারকমন্ডলী সর্ব মোট ১২ জন কার্টুনিস্ট কে বিজয়ী ঘোষণা করেছেন।  

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন পোল্যান্ডের মারচিন বন্দারুইচ।
দ্বিতীয় পুরস্কার বিজয়ী ক্রোয়েশিয়ার নেনাদ অস্তজিক নেও।
তৃতীয় পুরস্কার বিজয়ী অ্যামেরিকার রেজা মখতারজযানি।
বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন, যথাক্রমেঃ জিগমুন্ত জারাদকিএউইচ/ পোল্যান্ড,
 মিকাইল জলাতকভস্ক্যি/ রাশিয়া,  অসামা হাজ্জাজ / জর্ডান, সাহার আজমি/ইরান, সাজাদ রাফীই/ইরান, সেলই পেতেরস/ব্রাজিল, 
আফ্রি দিয়ান্স্যাহ/ ইন্দোনেশিয়া, মিকায়েল কিছকা/ ইসরায়েল, প্লান্তু/ ফ্রান্স।

 আন্তর্জাতিক প্রদর্শনী
পুরস্কার বিজয়ী এবং নির্বাচিত কার্টুন সমূহ দিয়ে ৮ মার্চ ২০১৬ নারী দিবস উপলক্ষ্যে একই সাথে দুই দেশের ৩ টি স্থানে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
স্থান ১
নরয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারি, (উদ্বোধনী ৮ মার্চ, বিকেল ৬ টা)
১৪৪০ দ্রবাক, নরওয়ে।
*প্রদর্শনী চলবে ৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ।
ছবিতে দেখুন https://www.facebook.com/media/set/?set=a.10156584022340514.1073741830.347909365513&type=3

স্থান ২
শেরয়েজ হ্যাঙ্গআউট (উদ্বোধনী ৮ মার্চ, সকাল ১১ টা)
গোমতী নগর, লুকনুউ, উত্তর প্রদেশ, ভারত।
*প্রদর্শনী চলবে ৮ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত।
ছবিতে দেখুন https://www.facebook.com/media/set/?set=a.10156586440400514.1073741831.347909365513&type=3

স্থান ৩
ভারতীয় কার্টুনিস্ট ইনস্টিটিউট (উদ্বোধনী ৫ মার্চ, সকাল ১১ টা)
ব্যাঙ্গালর, কর্ণাটক, ভারত।
*প্রদর্শনী চলবে ৫ মার্চ থেকে ১৯ মার্চ।
ছবিতে দেখুন https://www.facebook.com/media/set/?set=a.10156570590055514.1073741829.347909365513&type=3

এই প্রদর্শনী শিগ্রই নরওয়ে সহ, ইউরোপের বেশ কিছু স্থানে ভারতের আরও কয়েকটি প্রদেশে ও বাংলাদেশে প্রদর্শিত হবে। 

বিচারক মণ্ডলী
প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসাবে ছিলেন ৮ দেশের ৮ জন বিখ্যাত কার্টুনিস্ট।আরিফুর রহমান নারী পুরুষের সমতায় বিশ্বাস করেন।  তাই নারী পুরুষের সমতার প্রতিফলন ঘটিয়ে ছিলেন  বিচারক নির্বাচনেও। ৪ জনপুরুষ এবং ৪ জন মহিলা কার্টুনিস্টকে বিচারক হিসেবে নিয়োগ  দেয়া হয়েছিল। বিচারকদের নামের তালিকা যথাক্রমে নিচে দেয়া হলঃ
সিরি দক্কেন, পলিটিক্যাল কার্টুনিস্ট, নরওয়ে
সাবিনে ভিগ্ত, কার্টুনিস্ট ও ইলাস্ট্রাটর, জার্মানি
সাদাত দেমির ইঅল্সিন, পলিটিক্যাল কার্টুনিস্ট, তুরস্ক
নিগার নজর, পাকিস্তানের প্রথম মহিলা কার্টুনিস্ট, পাকিস্তান
আহসান হাবিব, কার্টুনিস্ট এবং উন্মাদ ম্যাগাজিন সম্পাদক/প্রকাশক, বাংলাদেশ
বরিস্লাভ স্তান্কভিক স্তাবর, পলিটিক্যাল কার্টুনিস্ট , সার্বিয়া
জন-এরিক  আন্দের, পলিটিক্যাল কার্টুনিস্ট , সুইডেন
ম্যাট বুইর্কের, পুলিতজার পুরস্কার বিজয়ী পলিটিক্যাল কার্টুনিস্ট, আমেরিকা ।

সহযোগীঃ
উক্ত টুনস ম্যাগ প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় নরওয়েতে নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারী এবং ফ্রিত ওর।ভারতে প্রদর্শনীর আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ভারতীয়কার্টুনিস্ট ইনস্টিটিউট ।

লিংক
প্রতিযোগীদের নাম সমূহ দেখতে : http://my.fnf.fm/1mfaxGN
প্রতিযোগিতার ঘোষণা ও পুরস্কার সংক্রান্ত তথ্যের জন্য  : http://my.fnf.fm/1QCM2jZ
প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদের নামের তালিকা: http://my.fnf.fm/1YCRMPc
পুরস্কার বিজয়ীদের নাম দেখুন http://www.toonsmag.com/2016/03/results.html
পুরস্কার বিজয়ী কার্টুন সমূহ দেখুন http://www.toonsmag.com/2016/03/award-winning-cartoons.html

আন্তর্জাতিক মাধ্যমে এই প্রদর্শনী সংক্রান্ত সংবাদ
ব্যাঙ্গালোর মিররের এর সংবাদ http://www.bangaloremirror.com/columns/sunday-read/The-feminist-half/articleshow/51170601.cms
নরওয়ের সর্বাধিক পঠিত পত্রিকায় সংবাদ http://www.vg.no/nyheter/innenriks/kvinnerettigheter/moren-ble-barnebrud-som-11-aaring-naa-tegner-arifur-31-for-kvinners-rettigheter/a/23632514/
নরওয়ের স্থানীয় পত্রিকার সংবাদ http://www.amta.no/sok/?q=arifur
আইকন-এর সংবাদ http://icorn.org/article/womens-rights-cartoons
ডয়েচে ভেলেতে প্রকাশিত প্রবন্ধ http://dw.com/p/1I9hN

নোটঃ
১। উল্লেখ্য নারী অধিকার বিষয়ে এটি আরিফুর রহমানের  প্রথম পদক্ষেপ নয়। ২০১০ সালে আমি বাংলাদেশে থাকা কালীন মেয়ে শিশুদের শিক্ষার অধিকার বিষয়ক, "রোকে" নামক একটি ৩০মিনিটের স্বল্প দৈর্ঘ্য এনিমেটেড কার্টুন চলচ্চিত্র বানিয়েছিলেন। মূল গল্প বেগম রোকেয়ার মতাদর্শ থেকে অনুপ্রানিত হয়ে নির্মাণ করেছিলেন। নির্মানে সার্বিক সহযোগী হিসাবে ছিল কল্পনামে এক এনিমেশন ষ্টুডিও। উক্ত চলচ্চিত্র পরবর্তিতে রোকেয়া দিবসে বিটিভিতে প্রচারিত হয়েছিল।

২। টুনস ম্যাগ ইংরেজি, বাংলা, আরবি, স্প্যানিশ  এবং হিন্দি ভাষা সহ মোট পাঁচটি ভাষায় প্রকাশিত হয়। সারা পৃথিবী থেকে ২০০০ এর ও বেশি কার্টুনিস্ট ২০০৯ সাল থেকে টুনসম্যাগেকার্টুন প্রকাশ করেছেন। টুনস ম্যাগ একটি আন্তর্জাতিক কার্টুন ম্যাগাজিন, এর সম্পাদনা পর্ষদে রয়েছেন বিভিন্ন দেশের কার্টুনিস্ট বৃন্দ।
গত বছর টুনস ম্যাগ বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড -২০১৫ বিজয়ী হয়েছিল পিপলস চয়েচ ফর বেঙ্গলী বিভাগ-এ, ডয়চে ভেলের দ্য বব্স’ থেকে ।
  
৩। আরিফুর রহমান ''কার্টুনিস্ট অফ দ্যা ইয়ার'' নামে একটি আন্তর্জাতিক পুরস্কারের-ও প্রচলন করেন। 
বাক স্বাধীনতা বিষয়ক কার্টুনের জন্য এই পুরস্কার দেয়া হয়।
বিস্তারিত দেখুন   http://www.toonsmag.com/p/award.html 

এই বিভাগে আরো আছে

সংবাদ 258287828510518250

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item