ঘাস ফড়িং
ওসমান বিন হোসাইন বিডি.টুনসম্যাগ.কম ছোট্ট খুকি বেজায় খুশি ঘাস ফড়িংটির জন্য, মুখ জুড়ে তার হাসির রাশি হৃদয় হল ধন্য। হাসি-খুশি ...
https://bd.toonsmag.com/2015/11/11308.html
ওসমান বিন হোসাইন
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
ছোট্ট খুকি বেজায় খুশি
ঘাস ফড়িংটির জন্য,
মুখ জুড়ে তার হাসির রাশি
হৃদয় হল ধন্য।
হাসি-খুশি কাটছে
খুকির সারটি দিনরাত,
ঘাস ফড়িংকে খেতে দেবে
কোরমা বিরানি পোলাও ভাত।
কত আদর যত্ন করে
বুঝল না তো ঘাস ফড়িং,
এক মুহূর্তও থাকতে চাই না
করছে অনেক টিরিং-বিরিং।
হঠাৎ একদিন উড়ে গেল
ঘাস ফড়িংটি আকাশপানে,
ছোট্ট খুকি বেজায় কাঁন্দে
ঘাস ফড়িংটির মায়ার টানে।