কাজের লোক
মোঃ জাহিদুল ইসলাম বিডি.টুনসম্যাগ.কম একটুখানি খাবারের আশায় খেটে মরি লোকের বাসায় দিন-রাত আর সকাল ভর বুক ভাসাই ক্ষুধার অনলে! ...
https://bd.toonsmag.com/2015/10/020926.html
মোঃ জাহিদুল ইসলাম
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
একটুখানি খাবারের আশায়
খেটে মরি লোকের বাসায়
দিন-রাত আর সকাল ভর
বুক ভাসাই ক্ষুধার অনলে!
হাত থেকে পড়লে বাসন
পিঠে মিলে গরম খুন্তির আসন
লাথি-গুতা তো সবসময়ই
মুখ বুঁজে শুধু যাই সয়ে !
জন্ম আর জন্মান্তরের পাপ
কাজের লোকের মরণ বিলাপ
দুঃখে আমরা করি আর্তি
আনন্দে তারা দেয় শাস্তি !