গরুর হাট
আবু বকর হারুন বিডি.টুনসম্যাগ.কম হরেক জায়গায় বসছে এখন বিশাল গরুর হাট, পৌরসভা স্কুল আর ব্যস্ত খেলার মাঠ। মধ্য আয়ের লোকজনেরা ...
https://bd.toonsmag.com/2015/09/23918.html
আবু বকর হারুন
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
হরেক জায়গায় বসছে এখন
বিশাল গরুর হাট,
পৌরসভা স্কুল আর ব্যস্ত
খেলার মাঠ।
মধ্য আয়ের লোকজনেরা
শুনছে যখন হাম্বা ডাক,
হাতড়ে পকেট রিক্ত দেখে
ধরছে ছুঁত আর চাপছে নাক !
পুত্র বলে, আব্বু !এবার
কিনছো গরু কবে ?
আব্বু জানায় আনছি ছাগল
বন্ধু তোমার হবে !
এদিক দিয়ে ছোট্ট শ্যালক
খবর বলে চ্যাটে,
ও দুলো ভাই ! গরু এবার
যাচ্ছে পাওয়া নেটে !