'ঈদ আনন্দ' ছবি আঁকা প্রতিযোগিতা

বিডি.টুনসম্যাগ.কম ঘরে বসে অনেকেই টুকটাক  আঁকা- আঁকি করেন।  আঁকা আঁকিটা অনেকের আবার চরম নেশার মতো ।   আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কাঁচা...

বিডি.টুনসম্যাগ.কম


ঘরে বসে অনেকেই টুকটাক আঁকা-আঁকি করেন। আঁকাআঁকিটা অনেকের আবার চরম নেশার মতো আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কাঁচা-পাঁকা সব আঁকিয়েদের জন্য টুনস ম্যাগ আয়োজন করেছে ছবি আঁকা প্রতিযোগিতা। 
আঁকার বিষয় : ঈদ আনন্দ। 
যেকোন বয়সের বাংলা ভাষাভাষী নিজের আঁকা ছবি জমা দিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সবচেয়ে সুন্দর তিনটি আঁকার জন্য তিনজন আঁকিয়েকে প্রদান করা হবে আকর্ষনীয় পুরস্কার। তো আর দেরী না করে বসে পড়ুন ছবি আঁকতে। আঁকা শেষে ছবি আমাদের পেজে upload করে প্রতিযোগিতায় অংশ নিন। 

যাদের হাত আঁকাআঁকিতে কাঁচা কিন্তু তারপরেও আঁকার চেষ্টা করেন তারাও এ প্রতিযোগিতায় অংশ নিন। চেষ্টা করে দেখুন বলা তো যায়না আপনার আঁকা ছবিটাই হয়ে যেতে পারে সবচেয়ে সুন্দর ছবি প্রতিযোগিতায় বিজয়ী না হলেও অংশগ্রহন করার মাঝেও কিন্তু আনন্দ আছে। 

প্রতিযোগিতায় অংশগ্রহনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০১৫ (রাত ১১:৫৯ মিনিটের মধ্যে) এর পরে upload করা ছবি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না

নিয়মাবলী:
(১) প্রতিযোগিতায় অংশ নিতে আপনার আঁকা ছবি এই পোস্টের কমেন্টসে upload করুন।
(২) একজন প্রতিযোগী একটি ছবিই upload করতে পারবে।  
(৩) ছবিটি অবশ্যই নিজের আঁকা হতে হবে। অন্যের আঁকা হলে সেক্ষেত্রে আঁকিয়ের নাম উল্লেখ করতে হবে
(৪) upload করা আঁকাটি পূর্বে কোন পত্রিকা/ম্যাগাজিন অথবা অনলাইন পত্রিকায় প্রকাশ হয়ে থাকলে চলবে না। এমন অভিযোগ পাওয়া গেলে আঁকাটি প্রতিযোগিতার জন্য বাতিল বলে গণ্য হবে
(৫) upload করা আঁকা ছবিটি অবশ্যই স্পষ্ট বুঝা যেতে হবে। 
(৬) যারা কাগজে আঁকবেন তারা অবশ্যই ছবিটি স্ক্যান করে upload করবেন। খেয়াল রাখবেন ছবিটির কালার যেন আকর্ষনীয় হয়
(৭) তিনজন বিজয়ীর নাম ও আঁকা টুনস ম্যাগে প্রকাশ করা হবে। 
(৮) বিজয়ী তিনজনকে আকর্ষনীয় পুরস্কারসহ সনদ পত্র প্রদান করা হবে। 
(৯) এ প্রতিযোগিতা সংক্রান্ত সকল সিদ্ধান্ত টুনস ম্যাগের। 

এই বিভাগে আরো আছে

প্রতিযোগিতা 693073340748089843

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item