মশক নিধন
আবু বকর হারুন বিডি.টুনসম্যাগ.কম জনম জনম রক্ত শুষে খাচ্ছে পাজি মশা, মশক নিধন করতেই তাই আজ মিটিংয়ে বসা। হতচ্ছারা দুষ্ট মশার করবো কী যে দ...
https://bd.toonsmag.com/2015/08/230923.html
আবু বকর হারুন
বিডি.টুনসম্যাগ.কম
জনম জনম রক্ত শুষে
খাচ্ছে পাজি মশা,
মশক নিধন করতেই তাই
আজ মিটিংয়ে বসা।
হতচ্ছারা দুষ্ট মশার
করবো কী যে দশা ?
ক্ষিপ্তবেগে বলছে কেহ
দাওনা ওদের ঘষা !
রক্ত নিয়ে ছিনিমিনি
শোষা এবং চোষা,
ধুপ কয়েল আর ফগ মেশিনের
ধোঁয়ার আঘাত বসা।
পরিচ্ছন্ন রাখতে হবে সকল
প্যাকেট খোসা,
ডেঙ্গু জ্বরে পড়লে পরে
করবে কে সুশ্রুষা ?
এর কামড়ে ভুগছে আজো
খুব পথিতযশা,
সচ্ছ রেখে আঙ্গিনা তাই
ছাড়ো মশক পোষা।
বিডি.টুনসম্যাগ.কম
জনম জনম রক্ত শুষে
খাচ্ছে পাজি মশা,
মশক নিধন করতেই তাই
আজ মিটিংয়ে বসা।
হতচ্ছারা দুষ্ট মশার
করবো কী যে দশা ?
ক্ষিপ্তবেগে বলছে কেহ
দাওনা ওদের ঘষা !
রক্ত নিয়ে ছিনিমিনি
শোষা এবং চোষা,
ধুপ কয়েল আর ফগ মেশিনের
ধোঁয়ার আঘাত বসা।
পরিচ্ছন্ন রাখতে হবে সকল
প্যাকেট খোসা,
ডেঙ্গু জ্বরে পড়লে পরে
করবে কে সুশ্রুষা ?
এর কামড়ে ভুগছে আজো
খুব পথিতযশা,
সচ্ছ রেখে আঙ্গিনা তাই
ছাড়ো মশক পোষা।