শিল্পী হিটলার

বিডি.টুনসম্যাগ.কম নির্মম স্বৈরাচারী শাসক হিসেবেই বিশ্ববাসীর কাছে তার ভাবমূর্তি। নৃশংসতার উদাহরণ হিসেবেই ব্যবহৃত হয় তার নাম। এহেন অ্যাড...

বিডি.টুনসম্যাগ.কম

নির্মম স্বৈরাচারী শাসক হিসেবেই বিশ্ববাসীর কাছে তার ভাবমূর্তি। নৃশংসতার উদাহরণ হিসেবেই ব্যবহৃত হয় তার নাম। এহেন অ্যাডলফ
হিটলার শিল্পকর্মে যে এত দক্ষ ছিলেন, জানতেন না অনেকেই। এক সময়ের স্বৈরাচারী শাসককে জার্মানিতে যতই ঘৃণা করা হোক, তার
শিল্পকর্ম দেখে চোখ কপালে বিশ্ববাসীর। নিলামে দুই লাখ ৮৬ হাজার পাউন্ড দাম উঠল হিটলারের আঁকা ছবির।


গত সপ্তাহে জার্মানির এক খ্যাতনামা নিলাম সংস্থা আয়োজন করে এই বিতর্কিত নিলামের। সেখানে হিটলারের আঁকা যাবতীয় ছবি নিলামে
তোলা হয়। নিলাম সংস্থাটি ভাবতেও পারেনি, হিটলারের শিল্পকর্মের এতটা কদর হতে পারে। বহু শিল্প অনুরাগী নিলামে অংশ নিয়েছিলেন।
শেষ পর্যন্ত দুই লাখ পাউন্ডে বেশ কিছু ছবি কিনে নেন এক চীনা উদ্যোগপতি।
হিটলারের সই করা একটি জলছবির দামই ওঠে ৫২ হাজার পাউন্ড।
জানা গেছে, বেশিরভাগ ছবিই হিটলার এঁকেছিলেন ১৯০৪ থেকে ১৯২২ সালের মাঝামাঝি সময়ে। নাৎসি পার্টির সুপ্রিমোর আরো বিভিন্ন 
শিল্পকর্ম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন, ব্রাজিল, আরব, ফ্রান্স ও জার্মানির বহু শিল্পানুরাগী মানুষ।  

এই বিভাগে আরো আছে

সংবাদ 7677639875727985267

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item