পিটারসেনের শরীরে শতরানের মানচিত্র
নিউজ ডেস্ক বিডি.টুনসম্যাগ.কম ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের গায়ে ট্যাটু বা উল্কির সংখ্যা নেহাত কম না। কিন্তু স...
https://bd.toonsmag.com/2015/05/07220.html
নিউজ ডেস্ক
বিডি.টুনসম্যাগ.কম
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের গায়ে ট্যাটু বা উল্কির সংখ্যা নেহাত কম না। কিন্তু সর্বশেষ যে উল্কি তিনি এঁকেছেন তা একটু ভিন্ন। ইংল্যান্ডের পক্ষে খেলার সময় যে শহরগুলোতে তিনি শতরান করেছেন, নিজের শরীরে তিনি সেই সব শহরকে ফুটিয়ে তুলেছেন এক মানচিত্রের মধ্য দিয়ে।
বিডি.টুনসম্যাগ.কম
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের গায়ে ট্যাটু বা উল্কির সংখ্যা নেহাত কম না। কিন্তু সর্বশেষ যে উল্কি তিনি এঁকেছেন তা একটু ভিন্ন। ইংল্যান্ডের পক্ষে খেলার সময় যে শহরগুলোতে তিনি শতরান করেছেন, নিজের শরীরে তিনি সেই সব শহরকে ফুটিয়ে তুলেছেন এক মানচিত্রের মধ্য দিয়ে।
এবং আয়নায় সেই উল্কির সেল্ফি তুলে ছবিগুলো তিনি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন: #tattoo #globalcitizen #stars ছবিগুলো ভুলভাবে তোলা হয়নি। এগুলো আয়নায় উল্কি প্রতিচ্ছবি। সূত্র: বিবিসি বাংলা