জার্মানির ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড বিজয়ী টুনস ম্যাগ
নিউজ ডেস্ক বিডি.টুনসম্যাগ.কম ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর বাংলা ভাষা বিভাগে পিপল'স চয়েস অ্যাওয়ার্ড-...
https://bd.toonsmag.com/2015/05/05410.html
নিউজ ডেস্ক
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর বাংলা ভাষা বিভাগে পিপল'স চয়েস অ্যাওয়ার্ড-২০১৫ বিজয়ী হয়েছে বিশ্বের প্রথম অনলাইন কার্টুন ম্যাগাজিন- টুনস ম্যাগ৷ অনলাইন ব্যবহারকারীদের ভোটে এই বিভাগে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়৷
গতকাল ৪ এপ্রিল জার্মানির আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এ ফলাফল প্রকাশ করা হয়। ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় বিভিন্নভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ এ বছর প্রতিযোগিতার বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড-এর জন্য বিজয়ী নির্ধারণ করেছেন ডয়চে ভেলের পরিচালকমণ্ডলী৷ অন্যদিকে জুরিমণ্ডলী নির্ধারণ করেছেন তিনটি ক্যাটেগরিতে চূড়ান্ত বিজয়ীদের৷ এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে দ্য বব্স-এর ১৪টি ভাষা বিভাগে পিপল'স চয়েস অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্ধারণ করা হয়েছে৷
এই জয় শুধু টুনস ম্যাগের না এই জয় সকল বাংলা ভাষার মানুষের। যে সকল পাঠক ও শুভাকাঙ্খীগণ টুনস ম্যাগকে জিততে ভোট দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টুনস ম্যাগ পরিবারের পক্ষ থেকে। টুনস ম্যাগ পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা টুনস ম্যাগকে জয়ের লক্ষ্যে পৌছে দিয়েছে।