স্বাধীনতা তুমি
ইমরান হোসেন এমি বিডি.টুনসম্যাগ.কম স্বাধীনতা তুমি, শেখ মুজিবের সংগ্রাম ভাষন স্বাধীনতা তুমি, মুক্ত পাখির উড়ন্ত নাম স্বাধীনতা তুমি, ...
https://bd.toonsmag.com/2015/03/090616.html
ইমরান হোসেন এমি
বিডি.টুনসম্যাগ.কম
স্বাধীনতা তুমি,
শেখ মুজিবের সংগ্রাম ভাষন
স্বাধীনতা তুমি,
মুক্ত পাখির উড়ন্ত নাম
স্বাধীনতা তুমি,
কবি নজরুলের বিদ্রোহী কবিতা
স্বাধীনতা তুমি,
রবি ঠাকুরের সোনার বাংলা
স্বাধীনতা তুমি,
লক্ষ শহীদের রক্তের দাম
স্বাধীনতা তুমি,
ছেলে হারা মায়ের সম্বল
স্বাধীনতা তুমি,
স্বামী হারা বোনের অহংকার
স্বাধীনতা তুমি,
পাক বাহিনীর শোষনের প্রতিবাদ
স্বাধীনতা তুমি,
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফল
জেনারেল সেক্রেটারী, আনোয়ারা সাহিত্য সংসদ।
বিডি.টুনসম্যাগ.কম
স্বাধীনতা তুমি,
শেখ মুজিবের সংগ্রাম ভাষন
স্বাধীনতা তুমি,
মুক্ত পাখির উড়ন্ত নাম
স্বাধীনতা তুমি,
কবি নজরুলের বিদ্রোহী কবিতা
স্বাধীনতা তুমি,
রবি ঠাকুরের সোনার বাংলা
স্বাধীনতা তুমি,
লক্ষ শহীদের রক্তের দাম
স্বাধীনতা তুমি,
ছেলে হারা মায়ের সম্বল
স্বাধীনতা তুমি,
স্বামী হারা বোনের অহংকার
স্বাধীনতা তুমি,
পাক বাহিনীর শোষনের প্রতিবাদ
স্বাধীনতা তুমি,
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফল
জেনারেল সেক্রেটারী, আনোয়ারা সাহিত্য সংসদ।