গৌরীপুরে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো. রইছ উদ্দিন বিডি.টুনসম্যাগ.কম নতুন পৃথিবীর স্বপ্ন দেখে ওরা। আঁকে মনের মতো একটি দেশ। ওদের রংতুলিতে হৃদয়ের রঙ দিয়ে আঁকা ছবিতে ন...
https://bd.toonsmag.com/2015/03/031106.html
মো. রইছ উদ্দিন
বিডি.টুনসম্যাগ.কম
নতুন পৃথিবীর স্বপ্ন দেখে ওরা। আঁকে মনের মতো একটি দেশ। ওদের রংতুলিতে হৃদয়ের রঙ দিয়ে আঁকা ছবিতে নেই সহিংসতায় পোড়া মানুষের গন্ধ। দুর্ঘটনার ভয়াবহতা, নিষ্ঠুর মানুষের আঘাতে পিষ্ট মানুষের চিৎকার। সবুজ-শ্যামল পৃথিবীতে নতুন সূর্যোদয়ে চোখ মেলে দেখছে সমৃদ্ধ বাংলাদেশ। এমন চমৎকার ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং দৈনিক যুগান্তরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনে অংশ নেয় প্রায় তিনশ ছাত্রছাত্রী।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি প্রেস ক্লাব মিলনায়তনে শিশু-কিশোরদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। সিনিয়রদের পুরনো বই কিনে লেখাপড়ার স্মৃতি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুদে শিল্পীদের অংকিত ভাবনা এ দেশকে সোনার বাংলায় পরিণত করবে। স্বজনদের অগ্রযাত্রায় আমিও একজন স্বজন হিসেবে পাশে থাকব।
গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন সভাপতির ভাষণে বলেন, আজকের উপস্থিতি স্বজনদের অনুপ্রাণিত করেছে। স্বজনদের অক্লান্ত পরিশ্রম ও আপনাদের সহযোগিতা একে দেশসেরা সংগঠনে পরিণত করেছে।
পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা ও সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, অধ্যক্ষ রুকন উদ্দিন, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ইকরাম হোসেন খান মামুন, সিরাজুল ইসলাম, এনটিটি স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ইমন সরকার রূপম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, পৌর স্বজনের সহসভাপতি শ্রীকান্ত সাহা প্রেমু, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সরকারি কলেজ স্বজনের ভারপ্রাপ্ত সম্পাদক রবিন আচার্য্য, আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে ৫টি গ্র“পে বিজয়ী ৫০ জন ক্ষুদে শিল্পীর হাতে বই তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা : ক-গ্রুপের বিজয়ীরা যথাক্রমে তাছফিয়া বিনতে মোত্তাকী, গৌরীপুর উম্মে তাসলিম আনিকা, রোকাইয়া বিনতে এমদাদ, সারিয়া রহমান, সুমাইয়া আফরিন তন্নি, জান্নাতুল ফেরদৌস সিমি, ৭ম তাহমিনা আক্তার রিমি, মাহমুদা রহমান মুন্নী, তীর্থ পাল দিগন্ত, আইরিন ফেরদৌসী ইমি। খ-গ্রুপের বিজয়ীরা যথাক্রমে আরাফাত ইবনে ইসলাম সাদ, আফরোজা আক্তার ঐশী, ইয়াসির আল মাফি স্পর্শ, শাহ্রিয়ার জামান উদয়, অসিকা মীম আন্নি, নাফিসা জান্নাত খান শ্রেয়া, মাজহারুল ইসলাম পরাগ, হোমাইরা তাবাস্সুম হৃদি, সুমাইয়া আফরিন, ফারজানা মনি তিশা। গ-গ্রুপের বিজয়ী যথাক্রমে মুনাওয়ারা তাসনিম জান্নাত, মোমতা তৌশি, ফারজানা ফায়িজা রহমান মাইশা, তাশদিয়া হাক্কাত নূরী, ঐশ্বরিয়া রানী পাল, ইরফাত জাহান ইমা, মীম, জাহাবী, মিনহাজুল ইসলাম রিফাত, তাসফিয়া ইসলাম প্রভা। ঘ-গ্রুপের বিজয়ীরা যথাক্রমে তাওহীদ বিল্লাহ, ২য় আনিকা ইসলাম শ্রুতি, শতরূপা চক্রবর্তী টিয়া, পৃথা এস পূর্বা, নাকিব সিদ্দিকী সিয়ান, শ্রেষ্ঠা, মাহির ইসলাম, ইয়েল, আরাফি, ইমা। ঙ-গ্রুপের বিজয়ীরা যথাক্রমে উম্মে হুমাইরা ইলমুন, কাজী ইকরা হক পৌসী, ফাতিহা বিনতে কাবা তুলতুল, মাহবুবা রহমান মুক্তি, আফরিদ, এহসানুল হক জারিফ, আদনান, মৌমিতা দেবী মৌ, মাহিয়া আক্তার ও তিথি পাল।