বই মেলাতে ম্যালা বই
রুপম আহমেদ মঈন বিডি.টুনসম্যাগ.কম বই মেলাতে ম্যালা বই কোনটা কিনুম কেমনে কই? চেংগু মিয়ার প্রেম কাহিনী দেখছে কত ম্যাম বাহিনী! ...
https://bd.toonsmag.com/2015/02/3112.html
রুপম আহমেদ মঈন
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
বই মেলাতে ম্যালা বই
কোনটা কিনুম কেমনে কই?
চেংগু মিয়ার প্রেম কাহিনী
দেখছে কত ম্যাম বাহিনী!
জব্বার আলীর ভ্রমণ কথা
পড়ে মলির মাথা ব্যাথা!
কুদ্দুস আলীর গোয়েন্দাগিরি
পড়ছে গেদু খাচ্ছে বিড়ি!
জরিনা বিবির রান্না বান্না
কিনবে গিন্নী করছে কান্না!
আবুল মিয়ার সফল কথা
করছে সবাই হাতা পাতা!
মফিজ আলীর বিশ্ব জয়
বলছে সবাই মন্দ নয়!
মেলায় দেখি ম্যালা বই
কোনটা কিনুম ক্যামতে কই!