ছোটদের সেরা ৯টি বইকে পুরস্কার
বিডি.টুনসম্যাগ.কম ঢাকা : ছোটদের সেরা বই হিসেবে ২০১৪ সালে প্রকাশিত ৯টি বইকে পুরস্কার দিয়েছে ছোটদের মেলা। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শি...
https://bd.toonsmag.com/2015/01/10155.html
বিডি.টুনসম্যাগ.কম
ঢাকা : ছোটদের সেরা বই হিসেবে ২০১৪ সালে প্রকাশিত ৯টি বইকে পুরস্কার দিয়েছে ছোটদের মেলা। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ভবনের লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কৃত বইগুলো হচ্ছে- মাহবুব রেজার দুখাই আর ছোট্ট হলুদ পাখি, আলম তালুকদারের স্বপ্ন ঢোকে আমার বুকে, মোশতাক আহমেদের মুক্তিযোদ্ধা রতন, আমীরুল ইসলামের বালি দ্বীপের রূপকথা, মাহফুজুর রহমানের উড়ে গেলাম ঘুরে এলাম, আহমেদ রিয়াজের হাঁসজারুদের গল্প, মামুন সারওয়ারের মায়ের হাতে ঝুমকো লতা, মীম নোশিন নওয়াল খানের মৎস্যকুমারী রাজকন্যা।
এছাড়াও 'ছোট্ট একটা মা' বইয়ের ছবি এঁকে শিল্পী উত্তম সেন ও পাখিপুরের দানব বইয়ের ছবি এঁকে মামুন হোসাইন পুরস্কার পেয়েছেন।
রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ভবনে শুক্রবার এক অনুষ্ঠানে লেখক ও আঁকিয়েদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
রাজধানীর শিল্পকলা একাডেমির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুৎফর রহমান রিটন। শিশুসাহিত্যিক ফারুক হোসেনের সভাপতিত্বে ধ্রুব এষ, মাসুক হেলাল, রেজাউদ্দিন স্টালিন, আহমাদ মাযহার, অভিনেত্রী শিরীন বকুল, ছোটদের মেলার প্রধান নির্বাহী আবু হাসান শাহীনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা : ছোটদের সেরা বই হিসেবে ২০১৪ সালে প্রকাশিত ৯টি বইকে পুরস্কার দিয়েছে ছোটদের মেলা। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ভবনের লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কৃত বইগুলো হচ্ছে- মাহবুব রেজার দুখাই আর ছোট্ট হলুদ পাখি, আলম তালুকদারের স্বপ্ন ঢোকে আমার বুকে, মোশতাক আহমেদের মুক্তিযোদ্ধা রতন, আমীরুল ইসলামের বালি দ্বীপের রূপকথা, মাহফুজুর রহমানের উড়ে গেলাম ঘুরে এলাম, আহমেদ রিয়াজের হাঁসজারুদের গল্প, মামুন সারওয়ারের মায়ের হাতে ঝুমকো লতা, মীম নোশিন নওয়াল খানের মৎস্যকুমারী রাজকন্যা।
এছাড়াও 'ছোট্ট একটা মা' বইয়ের ছবি এঁকে শিল্পী উত্তম সেন ও পাখিপুরের দানব বইয়ের ছবি এঁকে মামুন হোসাইন পুরস্কার পেয়েছেন।
রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ভবনে শুক্রবার এক অনুষ্ঠানে লেখক ও আঁকিয়েদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ভবনে অনুষ্ঠানে আমীরুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা |
রাজধানীর শিল্পকলা একাডেমির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুৎফর রহমান রিটন। শিশুসাহিত্যিক ফারুক হোসেনের সভাপতিত্বে ধ্রুব এষ, মাসুক হেলাল, রেজাউদ্দিন স্টালিন, আহমাদ মাযহার, অভিনেত্রী শিরীন বকুল, ছোটদের মেলার প্রধান নির্বাহী আবু হাসান শাহীনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।