চাচা থাকলে কোন কোয়ালিফিকেশন লাগেনা
বিডি.টুনসম্যাগ.কম : ডিভোর্সের মামলা চলছে। সমস্যা হয়ে গেল ছোট ছেলেটিকে নিয়ে। ছেলেটি বাবা- মা কারো সাখে থাকতেই অনিচ্ছুক, সে তার চাচার ...
https://bd.toonsmag.com/2014/10/blog-post_75.html
বিডি.টুনসম্যাগ.কম : ডিভোর্সের মামলা চলছে। সমস্যা হয়ে গেল ছোট ছেলেটিকে নিয়ে। ছেলেটি বাবা-
মা কারো সাখে থাকতেই অনিচ্ছুক, সে তার চাচার সাথে থাকতে চায়।
উকিল বললেন , বাবার সাথে থাকতে সমস্যা কি?
ছেলে মুখভার করে বলল, বাবা সারাদিন পিটায়।
উকিল বললো, তাহলে আম্মুর সাথে থাকো ... মায়ের পদতলে সন্তানের বেহেশত।
ছেলে দ্বিগুণ মুখব্যাজার করে বলল, মা আরও বেশি পিটায়।
উকিল বললো, তাহলে তুমি কার সাথে থাকতে চাও??
ছেলে এবার হাস্যোজ্জ্বল, চাচার সাথে।
উকিল আশ্চর্য হয়ে গেল, কি এমন মানুষ তোমার চাচা ... তার সাথে থাকতে চাও?
ছেলেটির গর্বে বুক ফুলে উঠলো, আমার চাচা একজন সুপারস্টার, সে দেখতে বলদের মত হলেও তার দামী স্যুট আছে, চাচা সারাদিন দুধ খায় আর ব্যায়াম করে, রাত্রে ঘুমুবার আগে চাচা রং ফর্সাকারী ক্রিম দিয়ে তার চেহারা ঘন্টাতিনেক পালিশ করে, আর সবচেয়ে বড় কথা, চাচা কখনোই মারে না, এমনকি ময়ূরের পুচ্ছ দিয়ে তার বগলাঙ্গে সারাদিন কাতুকুতু দিলেও চাচা মোলায়েম হাসি দেয়, লাজুক চোখে তাকায়, ভুলেও পিটায় না। চাচা শিখিয়েছে, চাচার জোর থাকলে, আর কোন কোয়ালিফিকেশনের কোন দরকার নাই।
উকিল এবার থতমত খেয়ে যায়, এই ছেলে, তোমার চাচার নাম কি??
" তামিম ইকবাল "