চাচা থাকলে কোন কোয়ালিফিকেশন লাগেনা

বিডি.টুনসম্যাগ.কম :  ডিভোর্সের মামলা চলছে। সমস্যা হয়ে গেল ছোট ছেলেটিকে নিয়ে। ছেলেটি বাবা- মা কারো সাখে থাকতেই অনিচ্ছুক, সে তার চাচার ...

বিডি.টুনসম্যাগ.কম : ডিভোর্সের মামলা চলছে। সমস্যা হয়ে গেল ছোট ছেলেটিকে নিয়ে। ছেলেটি বাবা-

মা কারো সাখে থাকতেই অনিচ্ছুক, সে তার চাচার সাথে থাকতে চায়।
উকিল বললেন , বাবার সাথে থাকতে সমস্যা কি?
ছেলে মুখভার করে বলল, বাবা সারাদিন পিটায়।
উকিল বললো, তাহলে আম্মুর সাথে থাকো ... মায়ের পদতলে সন্তানের বেহেশত।
ছেলে দ্বিগুণ মুখব্যাজার করে বলল, মা আরও বেশি পিটায়।
উকিল বললো, তাহলে তুমি কার সাথে থাকতে চাও??
ছেলে এবার হাস্যোজ্জ্বল, চাচার সাথে।
উকিল আশ্চর্য হয়ে গেল, কি এমন মানুষ তোমার চাচা ... তার সাথে থাকতে চাও?
ছেলেটির গর্বে বুক ফুলে উঠলো,  আমার চাচা একজন সুপারস্টার, সে দেখতে বলদের মত হলেও তার দামী স্যুট আছে, চাচা সারাদিন দুধ খায় আর ব্যায়াম করে, রাত্রে ঘুমুবার আগে চাচা রং ফর্সাকারী ক্রিম দিয়ে তার চেহারা ঘন্টাতিনেক পালিশ করে, আর সবচেয়ে বড় কথা, চাচা কখনোই মারে না, এমনকি ময়ূরের পুচ্ছ দিয়ে তার বগলাঙ্গে সারাদিন কাতুকুতু দিলেও চাচা মোলায়েম হাসি দেয়, লাজুক চোখে তাকায়, ভুলেও পিটায় না। চাচা শিখিয়েছে, চাচার জোর থাকলে, আর কোন কোয়ালিফিকেশনের কোন দরকার নাই।
উকিল এবার থতমত খেয়ে যায়, এই ছেলে, তোমার চাচার নাম কি??
" তামিম ইকবাল "

এই বিভাগে আরো আছে

কৌতুক 1497703200580822025

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item