আদর্শলিপির জন্য আঁকা ছবি আহ্বান
বিডি.টুনসম্যাগ.কম : এবারের শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে একটি আধুনিক পূর্ণাঙ্গ আদর্শলিপি। গ্রন্থটিতে ছাপানোর উদ...
https://bd.toonsmag.com/2014/10/blog-post_26.html
বিডি.টুনসম্যাগ.কম : এবারের শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে একটি আধুনিক পূর্ণাঙ্গ আদর্শলিপি। গ্রন্থটিতে ছাপানোর উদ্দেশ্যে শিশুদের জন্য শিশুদের কাছ থেকে বিষয়ভিত্তিক আঁকা ছবি আহ্বান করা হয়েছে। দেশসেরা চিত্রশিল্পীদের দ্বারা নির্বাচিত ছবিগুলো ছাপা হবে এবং ছড়াকারেরা ছবির বিষয় দিয়ে ছন্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন।
চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাংলা বর্ণমালার ১১টি স্বরবর্ণ দিয়ে ছবি এঁকে পাঠাতে হবে। ঠিকানা-
চিত্রশিল্পী সবিহ উল আলম
প্রযত্নে : মোস্তাফিজ সুজন
টইটম্বর স্কয়ার পার্ক (তৃতীয় তলা)
৭৬ শান্তিনগর, ঢাকা-১২১৭।
ব্যঞ্জনবর্ণের মধ্য থেকে 'ক' বর্গ দিয়ে পঞ্চম শ্রেণী, 'চ' ও 'ট' বর্গ দিয়ে ৬ষ্ঠ শ্রেণী, 'ত' ও 'প' বর্গ দিয়ে সপ্তম শ্রেণী, 'য' বর্গ দিয়ে অষ্টম শ্রেণী, 'ষ' বর্গ দিয়ে নবম শ্রেণী এবং 'ঢ়' থেকে শেষ পর্যন্ত ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ছবি এঁকে পাঠাতে হবে।
ঠিকানা-
চিত্রশিল্পী মোস্তাফিজুল হক
প্রযত্নে : মোস্তাফিজ সুজন
আজিমপুর লেডিস কাব
আজিমপুর কলোনি, ঢাকা-১২০৫। অথবা ১৫১/১৫২ নিউ মার্কেট, ঢাকা-১২০৫।
আগামী ৩১ অক্টোবর সোমবারের মধ্যে ছবি এঁকে পাঠাতে হবে।
ছবির বিষয়বস্তু অবশ্যই শিশুদের ব্যবহারিত, শিশুদের নিকটবর্তী বা শিশুদের পরিচিত হতে হবে।