বদরতলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বদরতলা বাজারে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে...
https://bd.toonsmag.com/2014/09/blog-post_92.html
বিডি.টুনসম্যাগ.কম : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বদরতলা বাজারে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও মৌমাছি ওসিইএফআই প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল। মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত কুমার মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন বদরতলা হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিনয় কৃষ্ণ রায় ও সমাজ সেবক দিলীপ কুমার মন্ডল।
প্রতিযোগিতায় ৩০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে 'ক' গ্রুপে ১ম স্থান অধিকারকারী জীবন মন্ডল ও ২য় স্থান অধিকারী সুরভি খাতুন এবং 'খ' গ্রুপে ১ম স্থান অধিকারী শাওন বাছাড় ও ২য় স্থান অধিকারী সুমঙ্গল মন্ডলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবকমন্ডলী উপস্থিত ছিলেন।