নড়াইলে সুলতান উৎসব : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম ফাইল ফটো ঢাকা : নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবে শ...
https://bd.toonsmag.com/2014/09/blog-post_87.html
বিডি.টুনসম্যাগ.কম
ফাইল ফটো |
ঢাকা : নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবে শুক্রবার সুলতান মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্র্থী অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, বাংলালিংকের পিআরঅ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আশিক ইকবাল প্রমুখ।
ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ৩৬ জন চিত্রশিল্পী আর্টক্যাম্পে অংশ নিয়েছেন। শিল্পী সুলতান, শিল্পকর্ম আর সুলতানের নড়াইল এ তিনটি বিষয় নিয়ে শিল্পীরা ছবি আঁকছেন।