জাতীয় শিশু দিবস ২০১৪ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম ছবি : সংগৃহীত। জাতীয় শিশু দিবস ২০১৪ উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিয...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_62.html
বিডি.টুনসম্যাগ.কম
ছবি : সংগৃহীত। |
জাতীয় শিশু দিবস ২০১৪ উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উদয়ন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.ম আরফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপত্বি করেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মুনসেফ । এ সময় উপস্থিত ছিলেন, জিন্নাত বরকত উল্লাহসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং শিশুদের অভিভাবকগণ।
ছবি : সংগৃহীত। |
বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট সারা দেশ থেকে বাছাই পর্বে ৭০ হাজার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে চুড়ান্ত পর্বে ২১০০ শত প্রতিযোগি অংশ নেয়। বিজয়ী হয় ১১৭ জন। ১১৭ জনকে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক দেয়া হয়। এর মধ্যে ৩৮ জনকে বঙ্গবন্ধু স্বর্ণ পদক, ৩৮ জনকে বঙ্গবন্ধু রৌপ পদক এবং ৩৮ জনকে ব্রোঞ্জ পদক দেয়া হয়।