ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম : আদিবাসি হিসেবে স্বীকৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষাসহ সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবী জান...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_54.html
বিডি.টুনসম্যাগ.কম : আদিবাসি হিসেবে স্বীকৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষাসহ সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবী জানিয়ে বৃহত্তর ময়মনসিংহের সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা আর্ন্তজাতিক উপজাতি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) দিবস পালন করেছে।
এ উপলক্ষে ময়মনসিংহে দুইদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের গাঙ্গিনারপাড় মোড়ে মানববন্ধন শেষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌর মেয়র ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকরামূল হক টিটু।
আরো উপস্থিত ছিলেন- কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, অ্যাডভোকেট প্রবীর মজুমদার, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ড. অঞ্জন কুমার চিচামসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।