ফরিদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_16.html
বিডি.টুনসম্যাগ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে শিশুদের কাছে পৌঁছে দিতে ফরিদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার বিকালে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী ফরাজী শাহাবউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভূঁঞা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।