১৫ বছর পর উদ্ধার করা হল চিত্রকর্ম 'চাইল্ড উইথ সোপ বাবল’
একবার খোয়া যাওয়া কোন জিনিস কি আর ফিরে আসে? আর যদি ফিরেই এলো তবে কতটা খুশি হবেন আপনি?। চুরি হয়ে যাওয়ার ১৫ বছর পর উদ্ধার করা হয়েছে ১৭০০ শত...
https://bd.toonsmag.com/2014/07/blog-post_3184.html
একবার খোয়া যাওয়া কোন জিনিস কি আর ফিরে আসে? আর যদি ফিরেই এলো তবে কতটা খুশি হবেন আপনি?। চুরি হয়ে যাওয়ার ১৫ বছর পর উদ্ধার করা হয়েছে ১৭০০ শতাব্দীতে আঁকা বিখ্যাত একটি চিত্রকর্ম। ডাচ পেইন্টার রেমব্রান্ট ওই চিত্রকর্মটি তৈরি করেন। ছবিটির শিরোনাম ‘চাইল্ড উইথ সোপ বাবল’।
চিত্রকর্মটির মূল্য তিন দশমিক দুই মিলিয়ন ইউরো। ১৯৯৯ সালের জুলাইতে ফ্রান্সের দক্ষিণ শহর দ্রাগইগনানের একটি জাদুঘর থেকে চিত্রকর্মটি চুরি হয়ে যায়। চিত্রকর্মটি চুরি করার অপরাধে মঙ্গলবার দুই ব্যক্তিকে ফ্রান্সের নাইচ শহর থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিচারের জন্য বৃহস্পতিবার নাইচ শহরের একটি আদালতে আটককৃতদের নেয়া হয়।
সূত্র: বিবিসি