টুনস ম্যাগের নিয়মিত আঁকিয়ে
বিডি.টুনসম্যাগ.কম নাজিফা ইসলাম । টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মহাখালী'র ৫ম শ্রেণীর ছাত্রী। টুনস ম্যাগ বাংলার ছোটদের আঁকা আঁকি...
https://bd.toonsmag.com/2024/04/2101.html
বিডি.টুনসম্যাগ.কম
নাজিফা ইসলাম। টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মহাখালী'র ৫ম শ্রেণীর ছাত্রী। টুনস ম্যাগ বাংলার ছোটদের আঁকা আঁকি বিভাগে নিয়মিত আঁকা পাঠায়। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, ইউটিউবিং ওর সবচেয়ে পছন্দ। এছাড়া বন্ধুদের নিয়ে খেলাধুলা ও ঘোরাঘুরি করতে ভালো লাগে তার। শহরের চেয়ে গ্রাম বেশি পছন্দ নাজিফা'র। বড় হয়ে সে একজন বিজ্ঞানী হতে চায়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তোমারাও টুনস ম্যাগ বাংলায় আঁকা পাঠাতে পারো। [email protected] এই ঠিকানায়।