বিশেষ তেতুল শো

কাজল বিনতে শাহিদা বিডি.টুনসম্যাগ.কম রম্য টক শো  সুপ্রিয় দর্শকশ্রোতা, এখন আপনারা দেখছেন টুনস টিভি আয়োজিত "বিশেষ তেতুল শো"...

কাজল বিনতে শাহিদা
বিডি.টুনসম্যাগ.কম

রম্য টক শো 


সুপ্রিয় দর্শকশ্রোতা, এখন আপনারা দেখছেন টুনস টিভি আয়োজিত "বিশেষ তেতুল শো"। উপস্থাপনায় আছি আমি রঙ্গ মীর। এবং আজকের তেতুল শোতে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মিস ফকিরুন্নেছা, আছেন ড.দিল-দয়ার এবং রাষ্ট্র চিন্তাবিদ এ.কে. মদরুল দাস। 
দর্শক আজ আমাদের আলোচনার বিষয়- "কলা, কাটা, জাতি !
অনুষ্ঠানের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি- মিসেস ফকিরুন্নেছাকে বিজ্ঞান ভিত্তিক বিষয়  কলা সম্পর্কে কিছু বলার জন্য।
- ধন্যবাদ আপনাকে, আমাদের বাঙালিদের কাছে কলা খুব জনপ্রিয় এবং পরিচিত একটি নাম, কলা খেতে খুব সুস্বাদু , গাছে থাকা অবস্থায় কলা সবুজ বর্নের হয় কিন্তু পাকার পর এটা হলুদ রং ধারন করে থাকলেও কাচা পাকা দুই অবস্থাতেই এটার ভেতরের রং কিন্তু সাদা হয়। মি, রঙ্গ মীর আপনি হয়ত জেনে থাকবেন কলা কিন্তু আমরা রেধেও খেতে পারি, যেমন কাঁচ কলা।
রঙ্গ মীর : জী জী, কাচ দিয়ে তৈরি নয়, তবুও যেটা কাচ কলা, এবার আমাদের কলার প্রকারভেদ সম্পর্কে কিছু বলুন-
- হ্যা, অবশ্যই, খাওয়ার দিক থেকে কলা দুই ভাগে বিভক্ত, তাছাড়া বিভিন্ন প্রকার কলা যেমন, সাগর কলা, সবরি কলা, দয়া কলা ইত্যাদি। কলাকে জাতীয়ভাবে গবেষণা এবং দেশীয় শিল্প হিসাবে রপ্তানি করার জন্য আমাদের দেশে কিন্তু শিল্পকলা একাডেমীও রয়েছে।
রঙ্গ মীর : হ্যা, এটা আমাদের রাজধানী ঢাকাতেই অবস্থিত, - ধন্যবাদ আপনাকে কলা সম্পর্কে বলার জন্য, দর্শকবৃন্দ এবার আমরা কাটা বিষয়ে জানার জন্য চলে যাব ড.দিল-দয়ারের কাছে।
দিল : কাটা গ্রাম বাংলার একটি পরিচিত নাম, এটা খুব বেদনাদায়ক, যদিও বিড়ালের অতি প্রিয় একটি খাবার। কাটা সাধারনত হয়, গাছে হয়, মাঠে হয়। কাটা বিভিন্ন প্রকার, যেমন খেজুরের কাটা, বাবলার কাটা, মাছের
কাটা, বাঙালির কাটা ইত্যাদি।
রঙ্গ মীর : গায়ে কাটা, পায়ে কাটা, তরকারি কাটা ইত্যাদি ইত্যাদি।
দিল : কাটা নিয়ে বহুল প্রচলিত একটি প্রবাদ ও কিন্তু রয়েছে, 'কাটা দিয়ে কাটা তোলা' যেটা কে বাঙালির কাটা বলা হয়।
রঙ্গ মীর : ওকে! মি, দিল দয়ার অনেক অনেক -ধন্যবাদ আপনাকে। দর্শক এবার আমরা বিশেষ তেতুল শো- এর শেষ ট্রপিক সম্পর্কে জানতে চলে যাব, রাষ্ট চিন্তাবিদ  এ.কে মদরুল দাসের কাছে। দাস মশাই আপনি জাতি
সম্পর্কে আমাদের কিছু বলুন-

দাস : জাতি লোহার তৈরি একটি ধাতব পদার্থ  ছোট বেলায় দেখেছি, আমার ঠাম্মাকে জাতি দিয়ে দাদুকে সুপারি কেটে দিতে। জাতি মোটামুটি ধারালো একটি অস্ত্র, গ্রামের দিকে এর ব্যবহারটা সাধারনত বেশি দেখা যায়। তাছাড়া
যাতি একটি আঞ্চলিক শব্দ, যেমন খুলনায় এর ব্যবহারটা এরকম "আমি যাতি যাতি দ্যাখলাম " ইত্যাদি।
রঙ্গ মীর : - ধন্যবাদ এ.কে দাস আপনাকে জাতি সম্পর্কে বলার জন্য। দর্শক শুনতে শুনতে ফুরিয়ে এলো সময়। আজ আমরা কলা কাটা জাতি! অনুষ্ঠান এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিদায়ী শুভেচ্ছা। আবারো কথা হবে আগামী দিন ঠিক এইসময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, দেখতে থাকুন টুনস টিভির বিশেষ আয়োজন "বিশেষ তেতুল শো"।

লাখোহাটি, খুলনা।

এই বিভাগে আরো আছে

রম্য গল্প 2348146868212381931

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item