আজাদ বঙ্গবাসীর কবিতা
বিডি.টুনসম্যাগ.কম কবিতা গুচ্ছা // আজাদ বঙ্গবাসী জল ময়ূরের নাচ শহরের কংক্রিটের ভেতর মুখর পা ধ্বনির ভেতর ফিরে একটি শ...
https://bd.toonsmag.com/2015/03/251011.html
বিডি.টুনসম্যাগ.কম
কবিতা গুচ্ছা // আজাদ বঙ্গবাসী
জল ময়ূরের নাচ
শহরের কংক্রিটের ভেতর
মুখর পা ধ্বনির ভেতর
ফিরে একটি শিশির স্নাত সকাল
নিথর বনানীর গহীন থেকে
কোন এক পাখির ডাক
প্রিয় কল্পনার রঙ মেখে আসে বিরহি দুপুর
বহুদূর প্রান্তরের তৃষ্ণতা পেরিয়ে,
মধ্যযুগ উপেক্ষিত আধুনিক টানে
ক্ষুধার্ত বালকের স্মৃতি আসে
শহরের অলিগলি পেরিয়ে।
বিস্মিত আবিষ্কারের পাশ কেটে-
টেনে বসে চেয়ার
চোখে চোখে উঠে তার ছবি
মাটি ঘষা শরীরিরে জাগে সভ্যতার তেল
নূন
বেঁচে থাকার মোহনায় পূনঃজাগে-
জল ময়ূরের নাচ।
||
কোন এক সখিকে
সখি, সাবধানে থাকিস
বেড়ে যাচ্ছে পৃথিবীর ক্যামারা
কখন যে কার, কি ছবি উঠে!
চোখে চোখে সেই ছবি-
নগ্নতায় ছুটে, বলা মুসকিল
সখি, মন মহলে এঁটে দিস খিল।
একবার ভুল হলে – বেদনায় আকাশ
হয় নীল।
||
নিষিদ্ধ পুরুষ
অতগুলো চোখের ভিড়ে অন্ধকার বেঁধে
কি নিপুন ছুরিই না চালালে যৌবতী !
আমার তখন মরণের ডাক বাইরে দাঁড়িয়ে
আরোও একটি প্রেমের বুক উসখুস করছে
গরম জলের অপেক্ষায়।
নৈশ্বের নগরে নিষিদ্ধ পুরুষ তবুও
দুচারটে ডালপালা ভাঙলে হাত
ধরে কাঁদে কবুলের শাড়ি,
সংসারে কঠিন রসায়ন করে বায়না,
এ চন্দ্রগ্রস্থে দেখাকেই হবে তার মানষ পর্ব
।
এখানে ওখানে বেবচ্ছেদ করে অন্য ঘরের
অন্য স্বর।
দিনের গোপন তারার মত করেই
মনান্দরে মরে
মরণের সর্বনাশ, ইচ্ছের সব নটবর।
||
নরকবাদের নষ্টামি
উৎসর্গ – কবি রফিক আজাদকে
কবি, কার কাছে কব এ কথা
রাস্তা ঘাটে অপিতার ছেলেরা আজকাল
উলঙ্গ আকাশে ডালে হাউসের পানি
ওদের কিছু কন, ওরা কি চায়?
দেশ? নাকি নরকবাদের নষ্টামি?
নৈশ্বের নির্বাস দিনের দারুণে সুখ
ছড়ালে
সরমেরা দ্রুত পালায় ইতিহাসের ভাঁজে।
কবি, ওই উচ্চারণ শুধুই কি- অডারি?
ওতে নাই কি সর্বসাকুল্যের কথা?
ভাত মানচিত্রের সেই চেনা ঙ্কার ধ্বনি
সময়ের পায়ে নমস্য দিয়ে ফিরে কি গেছে
রাজ পোষ্যে? তৃপ্তির অন্তরালে?
কবি, কার কাছে কব আজ এ দুঃখের
পদাবলি |
||
নিষিদ্ধ নগরে
রাত ঘুমালে বধু তুমি জোছনার শরমে ঘুঙুর
বেঁধে
যখন চকচকে পশ্চিমা নোটের মত
পানশালা ছড়াও
তখন এই নিষিদ্ধ নগরে নামে পুরুষের
উপাখ্যান।
তোমার সেই একভাঁজ শাড়ির রতিক
জলসায়
তাবৎ পৃথিবীর মরণাস্ত্র
ব্যাকুল হলে যুদ্ধ বিরতির উন্মাদনায়,
আমি বলি, বধু, এ ছোট্ট বুকে তোমায়
কি করে দেব ঠাঁই
এর চেয়ে ঢের ভালো তুমি রাজি হয়ে যাও
জাতিসংঘের – প্রেম প্রস্তাবনায়।
||
আজাদ বঙ্গবাসী,
টাঙ্গাইল, ১৭ মার্চ, ২০১৪।