আমরা ক’জন মুজিব সেনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা নগরের উদ্যো...
https://bd.toonsmag.com/2015/03/12645.html
বিডি.টুনসম্যাগ.কম
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা নগরের উদ্যোগে আগামী ১৩ ও ১৭ মার্চ সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৩ মার্চ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর ২ টা হতে রবীন্দ্র সংগীত ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭ম শ্রেণি), নজরুল সংগীত ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭মশ্রেণি), দেশাত্মবোধক গান ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭ম শ্রেণি), আবৃত্তি ক শাখা কবিতার নাম- শীতের পাখির জন্য , খ শাখা কবিতার নাম যুদ্ধে নিখোঁজ ছেলের কথা অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে বিকাল ৩ টায় সুন্দর লেখা ক শাখা (প্লে-১ম শ্রেণি), স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, খ শাখা (২য়-৫ম শ্রেণি) জাতীয় সংগীতের ১ম ৮ লাইন, গ শাখা (৬ষ্ঠ-১০ম শ্রেণি) বিষয়- রণসংগীতের ১ম ১২ লাইন, চিত্রাঙ্কন সাড়ে ৩টা হতে ক শাখা (প্লে-১ম শ্রেণি) বিষয়- ইচ্ছেমত, খ শাখা (২য়-৫ম শ্রেণি) বিষয়- গ্রাম বাংলা, গ শাখা (৬ষ্ঠ – ১০ম শ্রেণি) বিষয়- বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রচনা প্রতিযোগিতার প্রতিযোগীরা আগামী ১৫ মার্চের মধ্যে ১০০০ শব্দে রচনা লিখে ফরম প্রাপ্তির স্থানে জমা দিতে হবে।
রচনার বিষয় হলে ক শাখা (একাদশ থেকে দ্বাদশ) বিষয়- বঙ্গবন্ধুর স্বদেশ ভাবনা, খ শাখা (অনার্স থেকে মাস্টার্স) বিষয়- হাজার বছরের বঙ্গবন্ধু। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা নগরের উদ্যোগে আগামী ১৩ ও ১৭ মার্চ সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৩ মার্চ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর ২ টা হতে রবীন্দ্র সংগীত ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭ম শ্রেণি), নজরুল সংগীত ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭মশ্রেণি), দেশাত্মবোধক গান ক শাখা (২য়-৪র্থ শ্রেণি), খ শাখা (৫ম-৭ম শ্রেণি), আবৃত্তি ক শাখা কবিতার নাম- শীতের পাখির জন্য , খ শাখা কবিতার নাম যুদ্ধে নিখোঁজ ছেলের কথা অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে বিকাল ৩ টায় সুন্দর লেখা ক শাখা (প্লে-১ম শ্রেণি), স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, খ শাখা (২য়-৫ম শ্রেণি) জাতীয় সংগীতের ১ম ৮ লাইন, গ শাখা (৬ষ্ঠ-১০ম শ্রেণি) বিষয়- রণসংগীতের ১ম ১২ লাইন, চিত্রাঙ্কন সাড়ে ৩টা হতে ক শাখা (প্লে-১ম শ্রেণি) বিষয়- ইচ্ছেমত, খ শাখা (২য়-৫ম শ্রেণি) বিষয়- গ্রাম বাংলা, গ শাখা (৬ষ্ঠ – ১০ম শ্রেণি) বিষয়- বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রচনা প্রতিযোগিতার প্রতিযোগীরা আগামী ১৫ মার্চের মধ্যে ১০০০ শব্দে রচনা লিখে ফরম প্রাপ্তির স্থানে জমা দিতে হবে।
রচনার বিষয় হলে ক শাখা (একাদশ থেকে দ্বাদশ) বিষয়- বঙ্গবন্ধুর স্বদেশ ভাবনা, খ শাখা (অনার্স থেকে মাস্টার্স) বিষয়- হাজার বছরের বঙ্গবন্ধু। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি