আঁকা ছবিতে শিশুর অনুভূতি

বিডি.টুনসম্যাগ.কম দৃক গ্যালারি চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ।  ছবি : সংগৃহীত ঢাকা :   ‘রং তুলিতে অজানা কথা’- এই স্লোগা...

বিডি.টুনসম্যাগ.কম
দৃক গ্যালারি চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ছবি : সংগৃহীত

ঢাকা : ‘রং তুলিতে অজানা কথা’- এই স্লোগানে অটিজম নিয়ে সবার মাঝে সচেতনতা গড়ে তুলতে সার্ফ এক্সেলের সহযোগিতায় চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর দৃক গ্যালারিতে। 

ছাত্র সংগঠন হ্যানস-এর আয়োজনে ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ৮ দিনের এ চিত্র প্রদর্শনী।

প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, অটিস্টিক শিশুদের অনুভূতি প্রতিফলিত হয়েছে তাঁদের আঁকা ছবিতে। প্রদর্শনীটির প্রতিটি ছবি বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে এবং বিক্রীত ছবির অর্থ শিশুদের হাতে তুলে দেয়া হবে।

৭ নভেম্বর এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যানসের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন আবুল বারক আলভী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি অ্যাকটিভেশন ব্যবস্থাপক আবদুল্লাহ রাশেদ মাহমুদ।

মীর সোহরাবুল হোসেন বলেন, অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে হ্যানস। ‘ইমারজড ফ্রম আননোন’ ছাড়াও হ্যানসের কার্যক্রমের মধ্যে রয়েছে ‘শেয়ার উইথ ইনোসেন্স’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান।’
আবুল বারক আলভী বলেন, ‘হ্যান্সের তরুণ কর্মীদের নিয়ে আমি মুগ্ধ। আমার ওপর দায়িত্ব ছিল অটিস্টিক শিশুদের চিত্রগুলো বাছাই করার। তারা উৎসাহ আর আনন্দ নিয়ে এই ছবিগুলো এঁকেছে। আমাদের উচিত এদের দূরে না ঠেলে এদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।’
আবদুল্লাহ রাশেদ মাহমুদ বলেন, ‘এই শিশুদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। পাঁচ বছর ধরে সার্ফ এক্সেল ও হ্যান্স একসঙ্গে কাজ করেছে, ভবিষ্যতে অটিজম নিয়ে সচেতনতা বাড়াতে কাজ চালিয়ে যাবে।’

‘ইমারজড ফ্রম আননোন সিক্স’-এর ব্যানারে ঢাকার ৮টি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ১২০টি চিত্র প্রদর্শিত হচ্ছে দৃক গ্যালারিতে। প্রদর্শনীটি ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে।

এই বিভাগে আরো আছে

প্রদর্শনী 2524063528343338297

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item