প্রাচীন গুহাচিত্রের সন্ধান লাভ

টুনসম্যাগ  ডেস্ক বিডি.টুনসম্যাগ.কম    সম্প্রতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বহু প্রাচীন কিছু গুহাচিত্রের সন্ধান মিলেছে, যা মানুষের বু...

টুনসম্যাগ ডেস্ক
বিডি.টুনসম্যাগ.কম  

সম্প্রতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বহু প্রাচীন কিছু গুহাচিত্রের সন্ধান মিলেছে, যা মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শিল্পচর্চার গোড়াপত্তনের ইতিহাস নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের।

স্পেন ও দক্ষিণ ফ্রান্সের গুহাচিত্রকে এতোদিন সবচাইতে পুরোনো গুহাচিত্র হিসেবে ধরা হতো। বৈজ্ঞানিক তথ্য প্রমানের ভিত্তিতে এই গুহাচিত্রের কথাই সবাই জানত। কিন্তু ইন্দোনেশিয়ার এই গুহাচিত্রকেই এখন সবচাইতে প্রাচীন বলে ধারনা করছেন বিজ্ঞানীরা।

প্রত্নতত্ত্ববিদগণ জানিয়েছেন, স্পেনের গুহাচিত্রের সাথে সুলাওয়েসির গুহাচিত্রের অনেকটা মিল আছে। দুটি গুহাচিত্রের বয়সও প্রায় কাছাকাছি। সুলাওয়েসি দ্বীপের যেসকল গুহাচিত্র পাওয়া গিয়েছে এর কোনোটি ৩৯,০০০ বছর, আবার কোনোটি ৩৫.৪০০ বছরের পুরোনো বলে জানান গবেষকরা।

গুহার ভেতরে ২৭,০০০ বছরের পুরোনো চিত্রকর্মও রয়েছে। বিজ্ঞানীরা বলেন, দ্বীপের বাসিন্দারা কমপক্ষে ১৩,০০০ বছর ধরে এইসকল চিত্র এঁকেছেন।

তবে সুলাওয়েসির সব গুহাচিত্রের বয়স এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই সকল বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে। এবং মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও শিল্পচর্চার গোড়াপত্তনের ইতিহাস নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হবে। 

এই বিভাগে আরো আছে

সংবাদ 2627558093670844164

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item