স্বাস্থ্য সচেতনতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার শ্রীমঙ্গ...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_89.html
বিডি.টুনসম্যাগ.কম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের উদ্যোগে শ্রীমঙ্গল কচি কাঁচার ভবনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্ধশত প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা একাডেমী শ্রীমঙ্গলের পরিচালক মিহির দেব নাথ, শেখর রঞ্জন রায় বকুল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিচারক ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় মোঃ মোস্তফা মিয়া, ২য় হয় অগ্নিভ প্রাঞ্জল দীপ ও ৩য় হয় উলুপি দাশ।