ভাষা দিবসে বায়েসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম টুনসম্যাগ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) এক চিত্রাঙ্ক...
https://bd.toonsmag.com/2015/01/27537.html
বিডি.টুনসম্যাগ.কম
টুনসম্যাগ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করেছে। আগামী ২১ ফেব্রুয়ারি, শনিবার বেলা ২টায় ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউস্থ এক্সেস পয়েন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কানাডায় বসবাসরত ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দু'টি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদসহ পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিষয় 'আমার দেশ, আমার ভাষা'।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহী শিক্ষার্থীদের নাম, বয়স, ঠিকানা, ফোন নং এবং কোন শ্রেণীতে পড়ছে তা উল্লেখপুর্বক নিম্নে উল্লেখিত ই-মেইল, ফোন অথবা এসএমএস-এর মাধ্যমে অভিভাবকগণ অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে পারবে।
এছাড়া http://goo.gl/forms/kcahCpspS এই লিংকের মাধ্যমে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করা যাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ পর্যন্ত নিবন্ধন চলবে। চিত্রাঙ্কনের জন্য কাগজ, পেন্সিল এবং রং বায়েস থেকে প্রদান করা হবে। প্রতিযোগিতা শেষে একই দিন বেলা সাড়ে চারটায় বিজয়ীদের পুরস্কৃত ও অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান করা হবে।
নাম নিবন্ধন অথবা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ ইমাম উদ্দিন : ৪১৬-৪৩২-৫৬০২, গোলাম মোস্তফা : ৪১৬-৮৭৩-৩৯৯৭, দিলরুবা খানম ৬৪৭-৯৭৫ ৪৫৪৫ অথবা ইসমত আরা মোস্তফা : ৪১৬ ৫৫১ ১৫৭৭, ইমেইল: [email protected] অথবা [email protected]
টুনসম্যাগ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করেছে। আগামী ২১ ফেব্রুয়ারি, শনিবার বেলা ২টায় ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউস্থ এক্সেস পয়েন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কানাডায় বসবাসরত ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দু'টি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদসহ পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিষয় 'আমার দেশ, আমার ভাষা'।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহী শিক্ষার্থীদের নাম, বয়স, ঠিকানা, ফোন নং এবং কোন শ্রেণীতে পড়ছে তা উল্লেখপুর্বক নিম্নে উল্লেখিত ই-মেইল, ফোন অথবা এসএমএস-এর মাধ্যমে অভিভাবকগণ অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে পারবে।
এছাড়া http://goo.gl/forms/kcahCpspS এই লিংকের মাধ্যমে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করা যাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ পর্যন্ত নিবন্ধন চলবে। চিত্রাঙ্কনের জন্য কাগজ, পেন্সিল এবং রং বায়েস থেকে প্রদান করা হবে। প্রতিযোগিতা শেষে একই দিন বেলা সাড়ে চারটায় বিজয়ীদের পুরস্কৃত ও অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান করা হবে।
নাম নিবন্ধন অথবা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ ইমাম উদ্দিন : ৪১৬-৪৩২-৫৬০২, গোলাম মোস্তফা : ৪১৬-৮৭৩-৩৯৯৭, দিলরুবা খানম ৬৪৭-৯৭৫ ৪৫৪৫ অথবা ইসমত আরা মোস্তফা : ৪১৬ ৫৫১ ১৫৭৭, ইমেইল: [email protected] অথবা [email protected]