শিশু কিশোরদের নববর্ষ উদযাপন প্রতিযোগিতা-২০১৫

স্টাফ রিপোর্টার  বিডি.টুনসম্যাগ.কম ঢাকা: নববর্ষ উদযাপন-২০১৫ উপলক্ষ্যে গ্লোরিয়াস ক্রিয়েটিভ সেন্টার শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার ...

স্টাফ রিপোর্টার 
বিডি.টুনসম্যাগ.কম

ঢাকা: নববর্ষ উদযাপন-২০১৫ উপলক্ষ্যে গ্লোরিয়াস ক্রিয়েটিভ সেন্টার শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। সকল শিক্ষার্থী অংশগ্রহন করার আহ্বান। 

এবারের প্রতিযোগিতা নিম্ন লিখিত বিষয়ে 
১. কবিতা আবৃতি ২. ছড়া গান ৩. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (ইংরেজি) ৪. ছবি আকা প্রতিযোগিতা ৫. কারাতে প্রতিযোগিতা 

আবৃতি নিয়ম: 
তিনটি গ্রুপে আবৃতি প্রতিযোগিতা হবে- 
'ক' গ্রুপ- ১ম শ্রেণী - ৩য় শ্রেণী 
'খ' গ্রুপ- ৪র্থ শ্রেণী - ৬ষ্ঠ শ্রেণী 
'গ' গ্রুপ- ৭ম শ্রেণী - ৮ম শ্রেণী 

বিষয়: 'ক' গ্রুপ- নিজ ইচ্ছে মতো যেকোন কবিতা। খ/গ গ্রুপ- রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম অথবা সুকান্ত ভাট্টাচার্য যেকোন কবিতা।
প্রতিযোগিতার তারিখ: শনিবার ২৮শে মার্চ, ২০১৫ইং, বিকাল ৩টা থেকে ৬টা (বসুন্ধরা শাখা)

ছড়া গান/ দেশের গান (দেশাত্নক বোধক, রবীন্দ্রনাথ, নজরুল গীতিসহ যেকোন প্রকার গান)
দু'টি গ্রুপে ছড়া গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-
'ক' গ্রুপ- ৩-৮ বছর বয়সে যেকোন শিক্ষার্থী 
'খ' গ্রুপ- ৯-১৪ বছর বয়সে যেকোন শিক্ষার্থী 

প্রতিযোগিতার তারিখ: শনিবার ৪ এপ্রিল, ২০১৫ইং, বিকাল ৩টা থেকে ৬টা (বসুন্ধরা শাখা)

চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিজ হস্তে আকা ছবি আহ্বান করা হয়েছে।
বিষয়: তোমার চোখে বর্ষবরণ, বৈশাখী মেলা, রেলি ইত্যাদি।
নিয়মাবলী: প্রতিযোগিতা হবে মোট চারটি গ্রুপে। ক গ্রুপ - ৩-৫ বত্সর, খ গ্রুপ- ৬-৮ বত্সর, গ গ্রুপ- ৯-১১ বত্সর, ঘ গ্রুপ- ১২- ১৬ বত্সর।
ছবি পাঠাতে হবে ৪ এপ্রিলের মধ্যে।

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (ইংরেজি)
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭, ৩০ মার্চ। স্থান: গ্লোরিয়াস ক্যাম্পাস।

প্রতিযোগিতার পুরস্কার সমূহ: 
প্রতি বিভাগে ১ম, ২য়, ৩য় ছাড়াও ৫জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, সাদ মুসা সিটি সেন্টার (কুড়িল বিশ্বরোড - বসুন্ধরা ঢাকা) 

উক্ত প্রতিযোগিতা বিষয়ে বিস্তারিত জানা যাবে- ০১৭১২৯৫০৮৪১ (মাহফুজ স্যার), ০১৬৭৮৬১৬০৬৮ (তাজাম্মুল হোসেন)

এই বিভাগে আরো আছে

প্রতিযোগিতা 4559166743909593182

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item