নববর্ষ উপলক্ষে লেখা প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন টুনস ম্যাগ বাংলার সম্পাদক

বিডি.টুনসম্যাগ.কম রফিকুল ইসলাম সাগর/ ছবি : বিডি.টুনসম্যাগ.কম ডেস্ক রিপোর্ট ঢাকা, ২৭ এপ্রিল : বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে রাইজিংবিডি ডট...

বিডি.টুনসম্যাগ.কম
রফিকুল ইসলাম সাগর/ ছবি : বিডি.টুনসম্যাগ.কম

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৭ এপ্রিল : বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে রাইজিংবিডি ডটকম আয়োজন করে ‘বাংলা নববর্ষে আমার স্মৃতি’ লেখা প্রতিযোগিতার। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা চারজন লেখককে দেওয়া হচ্ছে মোট ৪টি পুরস্কার।

এ প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার বিজয়ী হলেন, টুনস ম্যাগ বাংলার সম্পাদক রফিকুল ইসলাম সাগর। ‘বৈশাখের প্রথম দিন ডাকাত হওয়ার স্মৃতি’ শিরোনামে তার লেখাটি ১৪ এপ্রিল রাইজিংবিডিতে প্রকাশিত হয়।

তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় রফিকুল ইসলাম সাগর পুরস্কার পাওয়ার অনুভুতি সম্পর্কে বলেন, ‘কোনো কিছু পাওয়ার অনুভুতি আমাকে খুবই আনন্দ দেয়। কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়ার আনন্দ সীমাহীন। অল্প কথায় তা প্রকাশ করা সম্ভব না। ওয়ালটন-রাইজিংবিডি বৈশাখের স্মৃতি লেখা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলাম কবে ফলাফল প্রকাশ করা হবে। অবশেষে যখন জানলাম এই প্রতিযোগিতায় আমি তৃতীয় হয়েছি, ওহ! সে কি আনন্দ। সেই মুহুর্তের অনুভূতি সারাজীবন আমার স্মৃতিতে থাকবে। প্রথম অথবা দ্বিতীয় হতে পারিনি- সেটা আমার কাছে বড় নয়। পুরস্কার পেলাম সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এ রকম আয়োজন আগামীতেও রাইজিংবিডির কাছে প্রত্যাশা করি। ওয়ালটনকে এ আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ।’

রাইজিংবিডি সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশে হাজারের মতো অনলাইন পত্রিকার ভিড়ে মান এবং পাঠক প্রিয়তার দিক বিবেচনা করে রাইজিংবিডি আমার কাছে খুব ভালো লেগেছে। রাইজিংবিডির পথচলায় আমি সব সময় পাশে থাকতে চাই। রাইজিংবিডির জন্য অনেক অনেক শুভ কামনা।’

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টায় রাইজিংবিডি কার্যালয় ভবনের (প্রিন্টার্স বিল্ডিং) ১০ তলায় কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। রফিকুল ইসলাম সাগর টুনস ম্যাগ বাংলার সম্পাদনার পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, ফিচার, রম্য, প্রবাস জীবন ও ভ্রমন কাহিনী লেখেন

এই বিভাগে আরো আছে

সংবাদ 1453540953737520710

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item